নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারকেশ্বর :: রবিবার ৪,এপ্রিল :: আজ তারকেশ্বর ডিগ্রি কলেজে NIT (National Institute of Technology) পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা এদিন সকালে কলেজ চত্বরে উপস্থিত হন। প্রচণ্ড গরমে অভিভাবকদের ভোগান্তি চোখে পড়ার মতো ছিল।
এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এগিয়ে এল যুব তৃণমূল কংগ্রেস। দলের তরফ থেকে কলেজ চত্বরে উপস্থিত গার্জেনদের জন্য ঠান্ডা পানীয় জলের বোতল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ও সদস্যরা।তাঁদের উদ্যোগে পরীক্ষকেন্দ্রের বাইরে একটি অস্থায়ী স্টল বসিয়ে জলের বোতল তুলে দেওয়া হয় অভিভাবদের হাতে।
সংগঠনের এক সদস্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,“এই তীব্র গরমে যারা সন্তানদের সঙ্গে এসে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করছেন, তাঁদের কথা মাথায় রেখেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমরা চাই, শুধু রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের আসল পরিচয়।”
অনেক অভিভাবকও এই উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মধ্যে এক জন বলেন, “এই গরমে এমন একটা ব্যবস্থার খুব দরকার ছিল। আমরা সত্যিই কৃতজ্ঞ, আমাদের কথা কেউ ভাবছে।”