তারাপীঠে পুণ্যার্থীদের মারধর,দোকানদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগে তোলপাড়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারাপীঠ :: সোমবার ১,ডিসেম্বর :: বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দিতে এসে চাঞ্চল্যকর অভিজ্ঞতার সম্মুখীন হলেন বিহার থেকে আগত একদল পুণ্যার্থী।

অভিযোগ, পুজো সেরে মন্দির চত্বরের এক দোকানে আংটি কিনতে গেলে দোকানদার তাঁদের চুরির অপবাদ লাগান। হঠাৎ এমন অভিযোগে হতভম্ব হয়ে পুণ্যার্থীরা জানান, “যদি আমরা চুরি করে থাকি, তাহলে দোকানের সিসিটিভি ফুটেজ দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে।”

অভিযোগ, সিসিটিভি দেখানোর বদলে দোকানদার তাঁদের সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং জাতিগত অপমানও করেন। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর প্রকাশ্য রাস্তায় শুরু হয় মারধর।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় এক পুণ্যার্থীর মাথা ফেটে রক্তাক্ত হয়ে গিয়েছে।

ঘটনার পর আহত পুণ্যার্থীরা তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দোকানদারের বিরুদ্ধে মারধর, অপমান ও মিথ্যা চুরির অভিযোগে মামলা রুজু করার দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =