নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারাপীঠ :: বৃহস্পতিবার ২০,মার্চ :: তারাপীঠ শ্মশানে বিজেপির আন্দোলনের বিরুদ্ধে আজ সরব হল তৃণমূল কংগ্রেস। বিজেপির দাবি তারাপীঠের শ্মশানে বৈষ্ণবদের সমাধি স্থলে তৈরি হচ্ছে নোংরা ফেলার জায়গা সেই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে তারাপীঠ শ্মশানে ।
এমনকি মহকুমা শাসকের দপ্তরের সামনেও বিক্ষোভে বসে। তারই প্রতিবাদে আজ তারাপীঠ দারোকা ব্রিজ থেকে প্রায় হাজারখানে কর্মী সমর্থকরা মহা মিছিল করে গোটা তারাপীঠ প্রদক্ষিণ করে এবং তৃণমূল কার্যালয়ে এসে শেষ হয় ।
তাদের দাবি বিজেপি যে অভিযোগ করছে তার সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে পরিবেশবিদ থেকে আরম্ভ করে রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে এসে দেখে গেছে যে জায়গায় তৈরি হচ্ছে সেই জায়গায় কোন সমাধিস্থল নেই কোন গাছ কাটা যায়নি। এরকমই জায়গা।
আজকে মিছিলে তৃণমূলের নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন তারাপীঠের বিভিন্ন সাধু সন্ন্যাসীরা। তারাও জানান কোন সমাধি ক্ষেত্র নষ্ট করা হয়নি। যেখানে করা হচ্ছে সেখানে নোংরা ফেলা হতো সেই নোংরা ফেলার জায়গাই নতুনভাবে তৈরি হচ্ছে । এই প্রকল্প আমরা রাজ্য সরকারের পাশে এই কাজে আছি এবং থাকবো।