তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে ‘বিশ্বশান্তি’র প্রার্থনা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারাপীঠ :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে ‘বিশ্বশান্তি’র প্রার্থনা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় । বললেন, “আমাদের সংস্কৃতি সৃজন করা পরম দায়িত্ব ৷”

কলকাতায় সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন তিনি ৷ সেই সফরের ফাঁকেই মাত্র ১৫ মিনিটের জন্য ব্যক্তিগত সফরে সস্ত্রীক তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে গেলেন উপরাষ্ট্রপতি ।

শুক্রবার স্ত্রী সুদেশ ধনখড়কে সঙ্গে নিয়ে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় । এদিন কলকাতার সায়েন্স সিটির মূল প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ তার আগে দিল্লি থেকে সরাসরি পানাগড়ে নামে তাঁর বিমান ।

সেখান থেকে বায়ুসেনার কপ্টারে করে প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সুঁড়িচুয়াতে বায়ুসেনার ঘাঁটিতে । তারপর সড়ক পথে সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ তারাপীঠ মন্দিরে পৌঁছন ধনখড় । এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সফর ৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 6 =