নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা: :: শুক্রবার ২১,ফেব্রুয়ারি :: কাঁকসার গোপালপুরে কেশব কানন বহুতল আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য চড়ালো এলাকায়। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকেরা । তালাবন্ধ ফাঁকা ৬টি আবাসনে চুরি করে দুই চোর।
খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্তে নামে। আবাসিকেরা জানিয়েছেন,এই প্রথম এই ধরনের চুরির ঘটনা ঘটলো। তারা চরম আতঙ্কে রয়েছেন । এবার ঘরে লোক থাকা অবস্থায় যদি মেরে ধরে চুরি করে নিয়ে যায় তবে কি হবে তাদের সেই প্রশ্ন তুলেছেন অনেকে।
আবাসনে দুজন নিরাপত্তারক্ষীও রয়েছে । তাদের কথায় তারা রাত একটার পরে ঘুমিয়ে পড়েছিলেন সম্ভবত তার পরেই চোরেরা ঢোকে বলে অনুমান তাদের। মেন গেটে তালা দেওয়া ছিল।
অনুমান করা হচ্ছে চোরেরা পাঁচিল টপকে আবাসনে ঢোকে এবং নিঃশব্দে শাবল জাতীয় বস্তু দিয়ে তালা ভাঙে এবং ফাঁকা আবাসনে চুরি করে পালায় । অনুমান করা হচ্ছে বহিরাগত রাজমিস্ত্রীর দলের কেউ এই চুরির সাথে যুক্ত থাকতে পারে ।