তালিত এলাকায় আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা আয়োজনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তালিত(বর্ধমান) :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমানের তালিত এলাকায় আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা আয়োজনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

প্রশাসনের আপত্তি থাকলেও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সমস্ত নিয়ম মেনে সভা করা যাবে। তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই শব্দবিধি কঠোরভাবে মানতে হবে বলে নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাস।

আরএসএসের এই সভার জন্য আয়োজকরা প্রশাসনের অনুমতি চেয়েছিলেন, কিন্তু প্রশাসন সভাস্থলের কাছের একটি স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলার কারণ দেখিয়ে মাইকের অনুমতি দিতে অস্বীকার করে।

এরপর বিষয়টি আদালতে গড়ায়।বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয়, এবং শুক্রবার চূড়ান্ত রায়ে আদালত জানিয়ে দেয়, সভা করতে কোনো বাধা নেই, তবে শব্দবিধি মেনে চলতে হবে যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয়।

বিজেপির জেলা সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র জানিয়েছেন, রাজ্য প্রশাসন পরিকল্পিতভাবে সভার অনুমতি আটকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আদালতের রায় সেই বাধা দূর করেছে। তিনি বলেন, “রাজ্য প্রশাসনের আপত্তি কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে”।

আদালতের অনুমতি পাওয়ার পর সভার প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। মোহন ভাগবতের সফর উপলক্ষে সভাস্থল সজ্জিত করা হচ্ছে, এবং নিরাপত্তাও জোরদার করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে শব্দবিধি মেনেই সভা পরিচালিত হবে, যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়।এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা চলছে, তবে আদালতের নির্দেশ স্পষ্ট সব নিয়ম মেনেই সভা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + eighteen =