কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৪,ফেব্রুয়ারি :: তাহলে কি আবার দশ বছর আগের জঙ্গল রাজত্ব ফিরে আসতে চলেছে কালিয়াচকে। দিনের বেলা পিটিয়ে করা হচ্ছে খুন। কোথাও উদ্ধার হচ্ছে মৃত দেহ। আবার কোথাও মদের আড্ডায় হচ্ছে শুট আউট।
জনসাধারণের মধ্যে ধীরে ধীরে শুরু হয়েছে ভয় ঢোকার। দশ বছর আগের জঙ্গল রাজত্বের মতো আবার খোলামেলা চলাফেরা করতে ভয় করছে অনেক মানুষ।
এরকম পরিস্থিতির মধ্যেই আবার কালিয়াচকে উদ্ধার এক প্রাপ্ত বয়স্ক মহিলার মৃতদেহ। মৃতদেহটি উদ্ধার হয়েছে কালিয়াচক থানার কালিকাপুর রেলব্রিজের নিকট লিচুর বাগানে। মৃত দেহ উদ্ধার করে কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণ ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কালিয়াচক থানার পুলিশ।
স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, সকালবেলা আমি খবর পাই লিচুর বাগানে একজন মহিলার দেহ ঝুলছে। এসে আমি দেখে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দি। তারা এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই মহিলাকে স্থানীয় লোকজন কেউ চিনতে পারেনি।