তিনজন পঞ্চায়েত সমিতির সদস্যের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২২,আগস্ট :: কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙ্গন মালদায়।রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের হাত ধরে তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রায় ৫০০ জন কংগ্রেস কর্মী জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান।

এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গনে।দলীয় সূত্রের খবর,দীর্ঘদিন ধরে তারা কংগ্রেস করছিলেন।কিন্তু কংগ্রেস থেকে তারা কোন কাজ করতে পারছিলেন না।তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য আরাজাউল,আলফাজউদ্দিন ও আকমল হোসেন সহ ৫০০ জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন,হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তবারক হোসেন,জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান,জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও জহিরুদ্দিন বাবর,হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের যুব সভাপতি মনিরুল আলম সহ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eleven =