নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: রবিবার ৭,জুলাই :: আর কিছু সময় , তারপরেই জগন্নাথের রথের রশিতে টান পড়বে সর্বত্র। একইভাবে নদী আর মায়াপুর ইসকন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক সুসজ্জিত রথ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রাজাপুর থেকে ৫ কিলোমিটার দূরে মায়াপুর ইসকনে প্রবেশ করবে। সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী গুন্ডিচা।
সেখানেই দশদিন মহা আনন্দে থাকবেন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী। স্নানযাত্রার দিন থেকে দশ দিনব্যাপী গায়ে জ্বর নিয়ে গৃহবন্দী অবস্থায় ছিলেন জগন্নাথ দেব। আজ জ্বর থেকে মুক্তি পেয়ে ফের ভক্তদের মাঝে অবতীর্ণ হবেন তিনি। আজ থেকে পুনরায় ভক্তদের পুজো নেবেন।
আর ইসকনের রথ ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশী এবং বিদেশি ভক্তদের সমাগম ঘটেছে মায়াপুর ইসকন চত্বরে। মায়াপুরের রথ ঘিরে সজাগ পুলিশ প্রশাসন। মায়াপুরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রাজাপুর জগন্নাথ মন্দির থেকে সুসজ্জিত রথের রশি ধরতে শুধু দেশ বিদেশ নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে মায়াপুর ইসকনে।