নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২০,মার্চ :: তিনটি বাইকের এর মুখোমুখি সংঘর্ষে আহত ৫ ঘটনা পুকুরিয়া থানার নওগামা পেট্রোল পাম্পের পাশে।
জানা যায় আজ দুপুর সাড়ে বারোটায় পীরগঞ্জ দিক থেকে দুটো বাইক আসছিল এমন সময় নওগাঁ মা পেট্রোল পাম্প থেকে একটি বাইক তেল ভরে বেরোচ্ছিল ।
এমন সময় তিনটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় গুরুতর আহত পাঁচজনকে তড়িঘড়ি আড়াই ডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুলিশ সূত্রে জানা যায় আহত পাঁচ জনের মধ্যে কোন বাইক আরোহিরই মাথায় হেলমেট ছিল না।
বারংবার পুকুরিয়া থানার পুলিশের তরফ থেকে বাইক আরোহীদের সচেতন করার জন্য রেলি বের করা হয় তা সত্ত্বেও সাধারণ মানুষ এখনো সচেতন হয়নি। হয়তো মাথায় হেলমেট থাকলে এত গরু তর আহত হতো না বাইক আরোহীরা এমনটা স্থানীয় বাসিন্দারা জানান ।