নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৩,জুলাই :: তিনদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে উদ্ধার হল এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে শনিবার জোর চাঞ্চল্য। ছড়াল মালদার মানিকচক থানার সেখপুরা এলাকায়।জানা গেছে, মৃত মহিলার নাম মুশতারা বিবি। বয়স ৩৪ বছর। স্বামীর নাম সেখ কামরুজ্জামান। পেশায় দিন মজুর। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, গত ৯ তারিখ থেকে রাত থেকেই ওই মহিলা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করে, পুলিশে মিসিং ডায়েরী করেও তার কোন হদিশ মেলেনি।
অবশেষে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে প্রায় ৫শো মিটার দূরে এক আমবাগানে তাকে গলায় ফাঁ*স লাগানো অবস্থায় আমগাছে ঝুলতে দেখেন স্থানীয়রা। এই খবর চাউর হতেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান।
খবর পেয়ে মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়রা জানান, ওই মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই মনে হচ্ছে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।