নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শুক্রবার ১৭,অক্টোবর :: টাকার লোভ দেখিয়ে বেলপাতা পাড়তে গাছে তুলে দিয়ে তিন কিশোরের মোবাইল ফোন চুরি করে চম্পট দিলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।
সূত্রের খবর, শান্তিপুর থানার বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জ নগর এলাকার বাসিন্দা ৩ কিশোর বৃহস্পতিবার বিকেলে ওই এলাকারই একটি বাগানে বসে মোবাইলে গেম খেলছিল।
অভিযোগ, সেই সময় এক ব্যক্তি ওই জায়গায় এসে ওই কিশোরদের গাছ থেকে বেল পাতা পেড়ে দিতে বলে। তার জন্য অর্থের প্রলোভনও দেখায় ওই ব্যক্তি। অভিযোগ, ওই তিন কিশোর গাছে বেলপাতা পাড়তে উঠলে। ওই ব্যক্তির কাছে রেখে দেওয়া তাদের ৩ টি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়।
ঘটনায় শুক্রবার আনুমানিক ১২ টা নাগাদ শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।