নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কল্যানী :: বুধবার ১৩,ডিসেম্বর :: সোমবার সকাল ৬ টা থেকে নদিয়ার কল্যাণীর বিদেশী মদের বটলিং প্লান্টে চলছে আয়কর হানা। চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। প্ল্যান্টের ভেতর প্রহরায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ইতি মধ্যেই প্লান্টে যে কর্মী সরবরাহের এজেন্সি ছিল তারা ইতিমধ্যে নো ওয়ার্ক নো পে র নোটিশ জারি করেছে।
প্রতিদিনের মতো এদিনও প্লান্টের সমস্ত কর্মীরা প্ল্যান্টের গেটে এসে ভীড় জমিয়েছে। ইতিমধ্যেই নোটিশ জারি হওয়ার পর আশঙ্কায় রয়েছে প্ল্যান্টের সমস্ত কর্মীরা। কেননা সমস্ত কর্মীদের রুটি রুজির ব্যাপার রয়েছে এই প্ল্যান্টের ওপর ভিত্তি করে। তবে আয়কর দপ্তরের সাথে ইডি আধিকারিকরা রয়েছে বলে অনেকেই দাবি করেছেন। তবে এ বিষয়ে সংস্থার কর্মী ইউনিয়নের সম্পাদক রাজু দাস জানান, কি জন্য এই তদন্ত চলছে তা আমরা জানিনা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে কাজ বন্ধ রাখতে বলেছেন তাই কাজ বন্ধ রাখতে হয়েছে। আমরা বটিং প্লান্টের কর্তা ব্যক্তিদের কাছে এই আবেদন রাখছি কর্মীরা যথারীতি সময় মত প্লান্টে আসছে। তাদের যাতে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না করা হয়। তবে বিদেশী মদ সংস্থার প্ল্যান্টের যে মালিক তার বাড়ি মহারাষ্ট্রে। তার কোন রাজনৈতিক পরিচয় আছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। তবে প্লান্টে আয়কর হানার বিষয়ে সবচাইতে বেশি সমস্যায় পড়েছে প্ল্যান্টের সমস্ত কর্মীরা।