তিন বছর পর নিজের স্ত্রীকে খুঁজে পেলেন শান্তালাল রাম

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৩০,মার্চ :: উত্তরপ্রদেশের মউ জেলার ঘৌসির নিবাসী কৌশল্যা দেবী , হঠাৎই একদিন বাড়ী থেকে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় থানায় এফ আই আর দায়ের করা হয়।

চলতি বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরবঙ্গ অনাথ আশ্রমের সদস্যরা ওই মহিলার খোঁজ পান। তারা খোঁজ পান সালুগাড়ায় একজন মানসিক ভারসাম্যহীন মহিলা পড়ে রয়েছে। খোঁজ পাওয়ার পর সেই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তাকে তাদের আশ্রমে নিয়ে আসে। এরপর ওই মহিলার চিকিৎসা শুরু হয়।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলার চিকিৎসা করা হয়। চিকিৎসকদের চিকিৎসায় সুস্থ হতে শুরু করে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ওই মহিলার পরিচয় জানবার চেষ্টা শুরু করেন।

তখন তারা জানতে পারে তার নাম কৌশল্যা উত্তরপ্রদেশের মউ জেলায় তার বাড়ী। সেই সুত্র ধরে সেখানকার থানা ও বিভিন্ন জায়গায় খোজ শুরুর পাশাপাশি বিভিন্ন মাধ্যমকে কাজে লাগায় সেচ্ছাসেবী সংস্থা।

অবশেষে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ওই মহিলার পরিবারের হদিস পান। আজ শিলিগুড়িতে এসে পৌছায় কৌশল্যা দেবীর স্বামী ও মেয়ে জামাই। আইনি পদ্ধতির পর কৌশল্যা দেবীকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। অনেকদিন বাদে নিজের স্ত্রীকে খুঁজে পেয়ে খুশি শান্তালাল রাম ও তার পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 3 =