নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: প্রায় তিন মাসের দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে অবশেষে ঘরে ফিরলেন হুগলির সিঙ্গুরের বাসিন্দা মিলন মাঝি। গত ফেব্রুয়ারি মাসে তিনি হাওড়া থেকে যাত্রা শুরু করেছিলেন। এরপর প্রায় ২,৫০০ কিলোমিটার পায়ে হেঁটে লাদাখের খারদুংলায় পৌঁছান তিনি।
সেখান থেকে প্রায় ৮৩ দিনের দীর্ঘ যাত্রা শেষ করে তিনি রবিবার সকালে আবার হাওড়া স্টেশনে এসে পৌঁছান। তিনি বলেন, এই দীর্ঘ পায়ে হেঁটে যাত্রাপথে বিভিন্ন অভিজ্ঞতা তাঁর হয়েছে। কখনো ভালো অভিজ্ঞতা, কখনো খারাপ অভিজ্ঞতা আবার কখনো ভয়াবহ অভিজ্ঞতা সবকিছুই তিনি তার সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত শেয়ার করেছেন।
সুস্থ অবস্থায় ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। রবিবার সকালে তিনি হাওড়া স্টেশনে এলে বাম যুব সংগঠনের তরফ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। হাওড়া থেকে লাদাখের খারদুংলা পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথ তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছেন।