তিন লক্ষ টাকা মুক্তি পণ চেয়ে অপহরণ করার কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার দুই অপহরণকারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার ২৬,আগস্ট :: অপহরণ করে তিন লক্ষ টাকা মুক্তি ফোন চেয়ে ফোন করার কয়েক ঘন্টার মধ্যেই দুই অপহরণকারীকে গ্রেফতার করলো কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর রবিবার দুপুরে চাপড়া থানার তালু হুদা গ্রামের বাসিন্দা উস্তম শেখ সদ্য বিদেশ থেকে বাড়িতে আসে। মায়ের সাথে এক পরিচিতের বাড়িতে গিয়েছিল উস্তম। পরিচিতের বাড়ি থেকে বাড়িতে ফেরার পথে আমজাদ শেখ সহ আরেক বন্ধু উস্তমকে অন্য একটি গাড়িতে করে তুলে নিয়ে যায় বর্ধমান জেলার নাদন ঘাট থানার একটি হোটেলে।

ছেলে বাড়িতে না ফেরাই একাধিকবার ফোন করেছিল তার মা। কিন্তু ছেলে উস্তম মায়ের ফোন ধরছিল না।এরপর সেই হোটেল থেকেই ছেলের মোবাইল থেকে তার মায়ের কাছে তিন লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে।

সাথে সাথে চাপড়া থানার দারস্থ হয় তার মা। চাপড়া থানার পুলিশ তদন্ত নেমে মোবাইল ফোনের সূত্র ধরে অপহরণকারীদের গতিবিধি নজরে রাখে। চাপড়া থানার আলফা গ্রামের বাসিন্দা আমজাদ শেখ এবং ফিরোজ শেখ নামে দুজনকে গ্রেফতার করে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 20 =