নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা ব্যুরো :: শুক্রবার ২০,সেপ্টেম্বর :: তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন খোদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর অভিযোগ, ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হত, তিনি ক্ষমতায় আসার পর পরিবর্তন করে খাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু ।
চন্দ্রবাবুর অভিযোগকে ‘বিদ্বেষপূর্ণ’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলছে ওয়াইএসআর কংগ্রেস। সব মিলিয়ে তিরুপতি মন্দিরের প্রসাদের মতো সংবেদনশীল বিষয়ে বিতর্কে রাজনৈতিক উত্তাপ বাড়ছে অন্ধ্রপ্রদেশে।