নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৯,সেপ্টেম্বর :: তিলোতমা বিচারের দাবিতে সমগ্র বর্ধমান জুড়ে আপামর জনতা রবিবার রাতে পথে নামল। পথে নেমে সকলে মানববন্ধন কর্মসূচিতে শামিল হলেন তারা। ডাক্তারদের আহ্বানে সকলে একত্রিত হয়ে তিলোত্তমার বিচারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি দ্বারা সঙ্ঘবদ্ধ করে শহর বর্ধমানের মানুষজন।
এদিন বর্ধমান শহরের বড় নীলপুর লালটু স্মৃতি সংঘ ক্লাবের সন্নিকট স্থান থেকে কার্জন গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন দোষীদের শাস্তির দাবি জানিয়ে তারা।
কার্জন গেটে এসে তারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ করেন,ফলে থমকে যায় যানবাহন চলাচল। মানববন্ধন কর্মসূচিতে সামিল হওয়া প্রতিবাদীরা জানান, আমরা সাধারণ মানুষ, নারী-পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে একত্রিত হয়ে তিলোত্তমার বিচারের দাবি জানিয়ে মানব বন্ধন কর্মসূচি সংগঠিত করলাম ।