তিলোত্তমার ৩২তম জন্মদিনে সারা রাজ্য জুড়ে তাঁকে স্মরণ করা হলো চোখের জলে ও প্রতিবাদে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১০,ফেব্রুয়ারি :: ছয় মাস আগে কলকাতার আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও হত্যার শিকার হন তরুণী চিকিৎসক তিলোত্তমা। তাঁর ৩২তম জন্মদিনে সারা রাজ্য জুড়ে তাঁকে স্মরণ করা হলো চোখের জলে ও প্রতিবাদে।তিলোত্তমার স্মৃতিকে অমর করে তুলতে ও নারীর নিরাপত্তার দাবিতে বর্ধমানে গঠিত হয়েছে ‘অভয়া মঞ্চ’।

বিভিন্ন প্রতিবাদী সংগঠন একত্রিত হয়ে এই মঞ্চের সূচনা করে। তিলোত্তমার নৃশংস হত্যার বিচারের দাবিতে ও নারীদের প্রতি ক্রম বর্ধমান সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলতেই এই উদ্যোগ।এদিন বর্ধমান শহরের পারবিরহাটা থেকে এক প্রতিবাদী মশাল মিছিল বার হয়ে বর্ধমানের কার্জন গেট চত্বরে এই স্মরণসভা ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির কারণে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তেও পালিত হয়েছে স্মরণসভা ও প্রতিবাদ কর্মসূচি।তিলোত্তমার প্রতি এই শ্রদ্ধাঞ্জলি শুধু তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা নয়, বরং সমাজে নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার এক দৃঢ় সংকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 20 =