সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: গজলডোবা :: বৃহস্পতিবার ১০,জুলাই :: এদিন সকালে আমবাড়ি গজল ডোবা তিস্তা ক্যানেল থেকে উদ্ধার করা হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা প্রসঙ্গ জানা গেছে, তিস্তা ক্যানেলের জলে দেহটিকে ভেসে আসতে দেখতে পান এলকার পথ চলতি মানুষেরা।ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় , ফুলবাড়ী সংলগ্ন ছোবাভিটা এলাকা থেকে দেহটিকে উদ্ধার করে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
মৃতদেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। অনুমান করা হচ্ছে ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। মৃত দেহটি ৫ থেকে ৬ দিনের হতে পারে এমনটাই অনুমান করছেন উদ্ধারকারীরা।