তিস্তা জলঢাকা রায়ডাক সহ বিভিন্ন নদীতে ক্রমশঃ জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে। 

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি ::  রবিবার ৫,অক্টোবর :: কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের একাধিক নদীতে তিস্তা জলঢাকা রায়ডাক সহ বিভিন্ন নদীতে ক্রমশঃ জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে।
রবিবার জলঢাকা নদীর প্রবল জলোচ্ছাসের কারণে নদীর বাঁধ ভেঙে যায়। ফলে প্লাবিত হয়ে পড়ে  ময়নাগুড়ির আমগুড়ি সহ আরো বিভিন্ন এলাকা।
এদিকে ধুপগুড়ি থানার অন্তর্গত বগরিবাড়ি  এলাকার তিন বাসিন্দা জলঢাকা নদীতে ভেসে যায়। নদীতে নিজের গবাদী পশুকে আনতে গিয়ে জলঢাকার প্রবল স্রোতে ভেসে যান তারা। পরবর্তীতে মেখলিগঞ্জ ব্লকের রানীরহাটের বুড়িরবাড়ি থেকে একজনকে উদ্ধার করা হয় এবং নতুন বন্দরের ডাঙ্গাপাড়া সংলগ এলাকায় জলঢাকা নদীতে আটকে পড়েন এক ব্যক্তি।
ঘটনাস্থলে পৌছায় ময়নাগুড়ি থানার পুলিশ। অনেকেই বিপদকে উপেক্ষা করে নদীতে কাঠ সংগ্রহ করছেন এখনো । তবে নদীর জল বিপদসীমার উপরে থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীর তীরবর্তী  এলাকার মানুষজন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =