নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বুধবার ১৩,ডিসেম্বর :: জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন তিস্তা পারের নাথুয়ার চর এলাকায় কৃষক বৃদ্ধ দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়।স্থানীয় পঞ্চায়েত সদস্য ও স্থানীয়দের অভিযোগ কেউ মেরে ঝুলিয়ে রেখেছে এই স্বামী স্ত্রীকে। এই দম্পতির বয়স জানা যায় অনুমানিক বৃদ্ধ৭০ এবং বৃদ্ধা ৬৫ বছর ।
ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহকে উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং তার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। খবর পেয়ে এলাকার মানুষ জনেরা ভিড় জমান মৃত দম্পতির বাড়ির সামনে । ঘটনায় তারা আতঙ্ক রয়েছেন বলে জানিয়েছেন এলাকায় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।।
অসমর্থিত সূত্র মারফত জানা গেছে ছোট জামাইয়ের সাথে দীর্ঘদিন ধরে দম্পতির পারিবারিক বিবাদ চলছিল। দম্পতির ছেলে কাজের সূত্রে বাইরে থাকেন। তবে তার জেরেই এই ঘটনা ঘটেছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ।