সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বুধবার ১৫,জানুয়ারি :: মেদিনীপুর হাসপাতালের স্যালাইন কাণ্ড নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম। আর এই বিষয়েই এবার তীব্র ক্ষোভ জানালেন ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে আরজি কর কাণ্ডের ঘটনা নিয়েও বিরক্তি অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।
এবারও মেদিনীপুরের ঘটনা নিয়ে একইরকম অসন্তোষ প্রকাশ করলেন তিনি। তাঁর সাফ কথা, স্যালাইন কাণ্ড নিয়ে সার্বিক তদন্ত হচ্ছে। দোষীদের কেউ ছাড় পাবে না। দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় । বুধবার ফলতায় সেবাশ্রয় প্রকল্পের অনুষ্ঠানে এসেছিলেন অভিষেক। আর সেখান থেকেই হুঙ্কার ছাড়লেন তিনি।
মেদিনীপুর হাসপাতালে যে বিষাক্ত স্যালাইনের জেরে প্রসূতির মৃত্যু হয়েছে এবং বাকি তিনজন অসুস্থ হয়ে পড়েছেন সেই ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্ত দেওয়া হয়েছে। আর সিআইডি তদন্তকারীরা হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করেছেন।
সেখানে এই ঘটনা নিয়ে এবার কড়া জবাব দিলেন অভিষেক। তিনি মনে করেন এই ঘটনার নেপথ্যে একটা চক্রান্ত কাজ করেছে। তাই আজ ফলতায় অভিষেক বলেন, ‘গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
রাজ্য সরকার বিষয়টি দেখছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তও চলছে। মানুষের প্রাণ মণিমুক্তোর মতো। কারও গাফিলতি যদি প্রমাণিত হয় তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে