নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৩,এপ্রিল :: তীব্র গরমের মধ্যে বর্ধমান শহরের একটি বেসরকারি স্কুলে টিনের চালের ঘরে পড়াশোনা করানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের স্বামী বিবেকানন্দ একাডেমি স্কুলে।
অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ প্রতিটি ছাত্রের কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা করে ফি নিচ্ছেন, অথচ এই ভয়াবহ দাবদাহের মধ্যে ছাত্রছাত্রীদের টিনের চালের নিচে বসিয়ে পড়ানো হচ্ছে। এতে অসুস্থ হয়ে পড়তে পারে পড়ুয়ারা—এই আশঙ্কাতেই থেকেই প্রায় ৪০০-৫০০ অভিভাবক স্কুলের সামনে জমায়েত হন।
অভিভাবকদের তরফে জানানো হয়েছে, এত টাকা ফি নেওয়া সত্ত্বেও বাচ্চাদের অস্বাস্থ্যকর পরিবেশে পড়ানো হচ্ছে, যা মেনে নেওয়া যায় না। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেই শুরু হয় তুমুল উত্তেজনা। অভিযোগ, বচসা থেকে হাতাহাতি এবং গার্ডদের হাতে অভিভাবকদের মারধরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্কুল কর্তৃপক্ষের তরফে পাল্টা অভিযোগ করে জানানো হয়েছে, অভিভাবকদের মধ্যে কয়েকজন অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করেন। এমনকি একজন অভিভাবক স্কুলের গেট ভাঙার চেষ্টা করেন ও কর্তৃপক্ষের সঙ্গে অভব্য ব্যবহার করেন বলে অভিযোগ।
ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়নি।