নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ১৪,জুলাই :: তীব্র গরম আর অনাবৃষ্টিতে পুড়ছে বাংলা, বিশেষত উত্তরবঙ্গ। বৃষ্টির অভাবে হাহাকার করছেন সাধারণ মানুষ, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।
এই পরিস্থিতিতে প্রকৃতির কৃপা লাভের আশায় এক অভিনব উদ্যোগ নিয়েছেন কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের মহাকালহাট সংলগ্ন পাথরশন এলাকার বাসিন্দারা।
রবিবার রাতে পাথরশন গ্রামে আয়োজন করা হয় ব্যাঙের বিয়ে। এই বিয়েতে গ্রামের প্রায় সব বয়সের মানুষই অংশগ্রহণ করেন। বিয়ের পাশাপাশি ছিল এলাহি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও। স্থানীয় লোকবিশ্বাস অনুসারে, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টির আগমন ঘটে। এই বিশ্বাস থেকেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় এমন আয়োজন করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা দীপক কর্মকার জানান, “আমরা বিশ্বাস করি, এই ব্যাঙের বিয়ে প্রকৃতির কৃপা আনবে, বৃষ্টি নামবে।” তবে এই আয়োজন নিয়ে ভিন্ন মতও উঠে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “একটি প্রচলিত বিশ্বাসের কারণে যদি ৫০-১০০ জন মানুষ একত্রিত হতে পারে এবং ব্যাঙের বিয়ের মতো আয়োজন করতে পারে,তাহলে আমরা নিশ্চয়ই একত্রে গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব কাজও করতে পারি। ব্যাঙের বিয়ে হোক, কিন্তু তার পাশাপাশি গাছ লাগালে পরিবেশ আরও উপকৃত হবে।”