তীব্র গরমে রোদের হাত থেকে স্বস্তি পেতে প্রায় পাঁচশো জন ট্রাফিক পুলিশ, সিভিক ভলেনটিয়র, পৌর ট্রাফিক ভলেনটিয়ার এবং কর্মরত সাংবাদিকদের জল,মিস্টি, ছাতা,ও গুলুকন ডি দিলো শনিবার বর্ধমান রাইসমিল এসোসিয়েশন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ২২শে,এপ্রিল :: তীব্র গরমে রোদের হাত থেকে স্বস্তি পেতে প্রায় পাঁচশো জন ট্রাফিক পুলিশ, সিভিক ভলেনটিয়র, পৌর ট্রাফিক ভলেনটিয়ার এবং কর্মরত সাংবাদিকদের জল,মিস্টি, ছাতা,ও গুলুকন ডি দিলো শনিবার বর্ধমান রাইসমিল এসোসিয়েশন।

বর্ধমান কার্জন গেটের সামনে এই ছাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামনাশিষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায়,ডি এস পি হেড কোয়াটার অতনু ব্যানার্জি, বর্ধমান সদর থানার আই সি সুখময় চক্রবর্তী সহ অন্যান্যরা।কর্মরত ট্রাফিক পুলিশ, সিভিক ভলেনটিয়র দের ছাতা বিতরন করেন পুলিশ সুপার কামনাশিষ সেন, এর পর উপস্থিত সকলের হাতে ছাতা, জল মিস্টি, গুলুকন ডি দিলো উপস্থিত আধিকারিকরা।

পুলিশ সুপার কামনাশিষ সেন বলেন বর্তমানে অসম্ভব গরম পড়েছে সম্ভব আগামী সপ্তাতেও এই ধরনের গরম থাকবে। এই গরমের জন্য ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় জল ছত্রর ব্যবস্থা করা হয়েছে।সেখানে পুলিশের পাশাপাশি পথ চলতি সাধারন মানুষদের কে ও ঠান্ডা পানিয় জল পান করানো হচ্ছে।

আজ বর্ধমান রাইসমিল এসোসিয়েশন এর সভাপতি আবদুল মালেক বলেন বর্ধমান রাইসমিল এসোসিয়েশনের পক্ষ থেকে প্রচন্ড দাবদাহে বর্ধমানের প্রায় পাঁচশো জন ট্রাফিক পুলিশ, সিভিক ভলেনটিয়র এবং কর্মরত সাংবাদিকদের আজ জল ছাতা মিস্টি গুলুকন ডি দেওয়া হলো।এছাড়া বর্ধমান জেলার টিবি রোগে আক্রান্তদের ছমাসের জন্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =