তীব্র দাবদহের সময় প্রতিদিন ১০০মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হয়েছে মালদা জেলার প্রায় ১০লক্ষ গ্রাহকের জন্য।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২,জুলাই :: তীব্র দাবদহের সময় প্রতিদিন ১০০মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হয়েছে মালদা জেলার প্রায় ১০লক্ষ গ্রাহকের জন্য। মূলতঃ গ্রীষ্মকালে প্রতিবছর দিনে ২৮০থেকে ৩০০মেগা ওয়ার্টের বিদ্যুতের প্রয়োজন হয় মালদা জেলার জন্য।

এই বছর তীব্র দাবদহ রয়েছে। যে কারণে প্রতিদিন ৪০০মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়েছে মালদা জেলার ক্ষেত্রে। মালদা ডিভিশনের দক্ষিণ ক্ষেত্রের অধিকার্তা শঙ্খদীপ ভট্টাচার্য্য জানান তীব্রদাবদহের ফলে অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হয়।

এই গরমে মালদাবাসী যাতে কষ্ট না পায় তার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা চেষ্টা করেছেন। তীব্র দাবদহকে উপেক্ষা করে বিদ্যুৎ কর্মীরা কাজ করেছেন। বসানো হয়েছে বেশ কিছু ট্রান্সফরমার এবং বৃদ্ধি করা হয়েছে ম্যান পাওয়ার। যার ফলে তীব্র গরমে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =