তীব্র রক্তের সংকট মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এর ব্লাড ব্যাংকে।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা ::  তীব্র রক্তের সংকট মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এর ব্লাড ব্যাংকে। রোগীদের চাহিদা অনুযায়ী রক্তের যোগান দিতে পারছেনা। চরম সমস্যায় পড়েছেন ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।

এমত অবস্থায় রক্তের চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে কাছ দ্বারস্থ হয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। আনা হয়েছে বেশ কিছু ব্লাড। তাতেও রক্তের চাহিদা মেটানো যাচ্ছে না। চরম সমস্যায় পড়েছে রোগীর আত্মীয়রা।এরকম পরিস্থিতিতে রক্তদান শিবিরের বিশেষ প্রয়োজন আছে বলে জানিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায়। পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায় প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। শনিবার সেখানে রক্তের যোগান মাত্র ২২ ইউনিট।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের অভিযোগ রক্তদান শিবিরের কার্ড থাকলেও রক্ত পাওয়া যাচ্ছে না পাশাপাশি তিনদিন চারদিন ধরে ঘুরেও রক্ত পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে ডোনারও সংখ্যায় কম।মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান রক্তের চাহিদা অনুযায়ী যোগান খুব কম |

এমত অবস্থায় কেন্দ্রীয় ব্লাড ব্যাংকের বিষয়টি আমরা জানিয়েছি ইতিমধ্যেই বেশ কিছু রক্ত কেন্দ্রীয় ব্লাড ব্যাংক থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে।

কিছুটা রোগীর আত্মীয়দের কে এড দেওয়া হয়েছে। তবে আরও রক্তের জন্য আমরা কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে জানিয়েছি। পাশাপাশি রক্তদান শিবির বন্ধ হয়ে পড়ে রয়েছে। আমাদের আবেদন রক্তের চাহিদা মেটাতে সবাইকে এগিয়ে আসা উচিত। পাশাপাশি রক্তদান শিবিরগুলো উপর জোর দেয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eleven =