নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১০,ফেব্রুয়ারি :: রবিবার রাতে বিকট শব্দে কেঁপে উঠল এলাকা । বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ল । ব্যাপক আতঙ্ক ঘটনাকে ঘিরে । তীব্র শব্দে বোমা বিস্ফোরণে উড়ে গেল পরিত্যক্ত বাড়ির একাংশ সহ শৌচাগার । সিমেন্ট এর দেওয়ালও ভেঙে পড়েছে ।
ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্ৰাম থানার আনখোনা অঞ্চলের চেচুঁড়ি গ্ৰামে । ঘটনার পরেই কেতুগ্ৰাম থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি তিনিও ঘটনাস্থলে পৌঁছান । সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে । কে বা কারা বোমা মজুত করল পরিত্যক্ত বাড়িতে , কিভাবে বিস্ফোরণ তার তদন্ত শুরু হয়েছে ।
রাতের অন্ধকারে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ এর সীমান্ত এলাকায় । জানা গেছে , এই বাড়িতে বহু বছর ধরেই কেউ থাকেন না । বাড়ির যিনি মালিক তিনি প্রয়াত হয়েছেন বহুবছর আগে । তার দুই ছেলে কর্মসুত্রে একজন আসাম ও অপরজন কলকাতায় থাকেন । গ্ৰামে আসেনও না । জমি যা রয়েছে তা এলাকার লোক দেখাশোনা করেন ।
তাই এই পরিত্যক্ত বাড়িতেই অজান্তে দুষ্কৃতীরা বোমা মজুত করে রেখেছিল । তবে আর বোমা আছে কি না তা নিয়ে ধোঁয়াশায় সকলেই । পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে । এই চেচুঁড়ি গ্ৰাম থেকে মুর্শিদাবাদ এর সীমান্ত মাত্র দেড় কিলোমিটার ।
কুয়ে নদীর একপাড়ে কেতুগ্ৰাম থানা এলাকা অপর পাড়ে মুর্শিদাবাদ এর ভরতপুর থানা এলাকা । কারা বোমা রেখেছে তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে । তবে ঘটনার পর থেকেই এলাকার বাড়ির দরজা সব বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা ।