নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তুফানগঞ্জ :: সোমবার ০২,সেপ্টেম্বর :: তুফানগঞ্জ শহর বিজেপি যুব মোর্চার সম্পাদককে মারধর সহ বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের । গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি যুব মোর্চা নেতা ।
অভিযোগ গতকাল রাতে তুফানগঞ্জ শহরের ২ নং ওয়ার্ড সূর্য ক্লাবে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী সমর্থক পিকনিকের আয়োজন করে সেই সময় যুব মোর্চার সম্পাদক নিমাই দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি ভাঙচুর করা হয় তার বাড়ি ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ।
যদিও গোটা ঘটনা অস্বীকার তৃণমূলের এ বিষয়ে তুফানগঞ্জ শহর যুব তৃণমূল সভাপতি তনু সেন বলেন গতকাল রাতে যে ঘটনা ঘটেছে দল এর সমর্থন করে না এবং ওটা ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব এখানে কোন রাজনৈতিক ব্যাপার নেই।