নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তুফানগঞ্জ :: সেপ্টেম্বর ১৪,শনিবার :: আরজিকর ঘটনার প্রতিবাদে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও তুফানগঞ্জ বিধায়ক মালতি রাভার উপস্থিতিতে তুফানগঞ্জ -২ ব্লক অফিসে বিজেপির অবস্থান বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা। বিজেপির অবস্থান বিক্ষোভকে বানচাল করতে ব্লক চত্বরে আগে থেকেই জমাযেত থাকে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।
বাধা দিতে গেলে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা। ধস্তাধস্তি বেধে যায়। বিজেপি অবস্থান বিক্ষোভ শামিল হতে না পেরে শেষ পর্যন্ত সাংসদ ও বিধায়িকা নেতৃত্বে তুফানগঞ্জের অসম- বাংলা জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায়। এক ঘন্টা ধরে চলে অবরোধ। ব্যাপক যানজটের সৃষ্টি হয়।