তুয়া দুই নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের মরা মহানন্দার জল বাড়ায় নদীর জল ব্রিজ টপকে যায়। এর ফলে চরম অসুবিধায় পড়ে নদীর ওই পাড়ের মহারাজপুর অঞ্চলের প্রায় ৩০ টি গ্রামের পরিবার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ০৫,অক্টোবর :: রতুয়া দুই নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের মরা মহানন্দার জল বাড়ায় নদীর জল ব্রিজ টপকে যায়। এর ফলে চরম অসুবিধায় পড়ে নদীর ওই পাড়ের মহারাজপুর অঞ্চলের প্রায় ৩০ টি গ্রামের পরিবার। মহারাজপুরের বাসিন্দারা মালদা শহর এমনকি আড়াইডাঙ্গা হাসপাতাল যেতে গেলেও এই বৃষ্টি তে যেতে হয়।কিন্তু জল বাড়ায় তারা চরম অসুবিধায় সম্মুখীন হয়েছে। মহারাজপুরে সুলতানগঞ্জ হাই স্কুল কেফাতুল্লাহ হাই স্কুল এর এবং কিছু ছাত্র ছাত্রী এই স্কুলে যায়।জানা যায় এই পাড়ের পীরগঞ্জ অঞ্চলের প্রচুর ছাত্র ছাত্রী ওই মহারাজপুরের তিনটি স্কুলে পড়তে যায়।

অপরদিকে মহারাজপুর অঞ্চলের জনসাধারণ মালদা শহর যেতে গেলে এই ব্রিজ টপকিয়ে যেতে হয়। বর্তমানে প্রবল বৃষ্টিপাতের জেরে ফুঁসছে মহানন্দা ও মরা মহানন্দা নদী। ব্রিজের উপর দিয়ে এবার জল বইছে তাতেই সমস্যায় সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 4 =