নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১,সেপ্টেম্বর :: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের শ্রীকৃষ্ণপুরের তুষ্কুটি গ্রামের নির্জন জায়গা মাঠের মাঝে কালী মন্দিরের একটা পরিত্যক্ত কুয়োতে একটা মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ।
এলাকায় দীর্ঘ ১৬দিন ধরে নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় রাঙ্গামাটি এলাকা জুড়ে । জানা যায় ১৬ দিন আগে লাউদোয়া থানায় মিসিং ডায়রি করেন মৃতার পরিবার। মৃত মহিলার রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা নাম নাম আলিয়া বিবি বয়স আনুমানিক ৩২ ।
ঘটনাস্থলে লাউদোয়া থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতনদের জন্য পাঠায় আসানসোল জেলা হাসপাতালে। মৃতার স্বামী এস কে শেখ জিয়াস উদ্দিন অভিযোগ করেন
গত দেড় বছর আগে পরকীয়ায় জড়িত হয়েছিল। অবৈধ সম্পর্কের সাথে জড়িত ছিল বলে অভিযোগ করেন তার স্বামী।
পরে মিটমাট হয়ে গেলে ঘটনা সন্দেহ এখনো রয়ে গেছে স্বামীর। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে লাউ দোহা থানার পুলিশ।