নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ১২,জানুয়ারি :: হাওড়া শহরে দলীয় কর্মীসূচিতে এসে এভাবেই ব্যাকলিস্টেড কোম্পানির স্যালাইন কাণ্ডে রাজ্যকে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘ তৃণমূলের আমলে ফেল কড়ি মাখো তেল, পয়সা দিলে সব হয়।
এই রাজ্যে আরজিকর কাণ্ড ঘটেছে, যার দুটি দিক ছিল। ধর্ষণ-খুন ছাড়াও দুর্নীতি। যে স্বাস্থ্য দফতরের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে বসে আছেন, সেই স্বাস্থ্য দফতরটাই চোরেদের আস্তানা হয়ে গেছে তা প্রমাণিত হয়ে গেছে।
রাজ্যের বিভিন্ন হাসপাতালে মেয়াদ উত্তীর্ন ওষুধ, খারাপ মানের ওষুধ পাবেন শুধু তাই নয়, প্রসূতিদের প্রসবের আগে যে অক্সিটোশিন নামের একটি হরমোন ইনজেকশন দেওয়া হয়, সেটা দেওয়ার পরে অনেক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরাই স্বাস্থ্য দফতরে চিঠি লিখে তার তদন্ত চেয়েছিলেন।
যদিও কিছুই হয় নি। এই তদন্ত কোনো রাজনৈতিক দল করে নি। করেছিল সরকারি হাসপাতালের মহিলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরাই। তাই ফেলো কড়ি মাখো তেল, তৃণমূল আমলে আপনি পয়সা দেবেন সব হয়ে যাবে।’