নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালী :: মঙ্গলবার ১৯,আগস্ট :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার সন্দেশখালীর বেরমজুর এলাকায় বিজেপির এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই প্রতিবাদ সভায় ছিলেন হাজের সংখ্যালঘু বিজেপি নেতা কাসেম আলী।সেখানে উপস্থিত হয়ে এলাকার তৃণমূল কর্মীদের গাছের গায়ে বেঁধে রাখা ও তাদের গায়ে জল বিচুটি লাগানোর নিদান দিলেন। পাশাপাশি বাংলাদেশি রোহিঙ্গাদের জেসিপি করে বাংলাদেশে ছুড়ে খেলা হবে বলে জানান তিনি।
তৃণমূলের অবস্থা বাজারের ছোট এক টাকা কয়েনের মতো।। বাজারে যেমন ছোট এক টাকার কয়েন নেয় না এখন তৃণমূলের কর্মীদের সাধারণ মানুষ নেয় না।