সুদেষ্ণা মন্ডল :: ডায়মন্ড হারবার :: সংবাদ প্রবাহ :: অভিষেক গড়েই এবার প্রকাশ্যে এলো গোষ্ঠী কোন্দল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি গড়েতেই গোষ্ঠী কোন্দল পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ উঠল ডায়মন হারবার ১ নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী দলবদলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবারের সিংবেড়িয়াতে।
গুরুতর আহত সিংবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রফিকুল মোল্লা ।পঞ্চায়েত সদস্য রফিকুল মোল্লা বলেন, আজ সকালে এলাকাতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কাজ চলছিল, সেই কাজের তদারকি করতে আমি সরোজমিনে পৌঁছে যাই। সেই সময় ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে আমার উপর চড়াও হয়। তারপর আমাকে মারধর করে।
আশেপাশে স্থানীয়রা ছুটে আসা ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে। আহত পঞ্চায়েত সদস্যকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী।
গৌতম অধিকারী জানান, এই বিষয়ে কোন মন্তব্য করব না ! দল যা সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেব। এই ঘটনার তীব্র নিন্দা করেন ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি সুজাউদ্দিন সাপুই। তিনি বলেন, আজ সকালে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের যুব সভাপতি লোকজনেরা পঞ্চায়েত সদস্যদের মারধর করে। এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ গুলি দেখতে যাওয়া এই পরিণতি হয় পঞ্চায়েত সদস্য। আমরা ডায়মন্ড হারবার থানা ও দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল কার্যত অস্বস্তির মুখে ফেলবে শাসকদলের।