নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৭,অক্টোবর :: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করলো কোচবিহার ১নং ব্লকের সুকটাবাড়ি এলাকায়। কুড়ুলের কোপে রক্তাক্ত হলেন তৃণমূল কর্মী ইন্তাজ হক। সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়
বোমার আঘাতে জখম নুর নাহার বেগম নামে এক স্থানীয় মহিলা
তড়িঘড়ি জখম এই তৃণমূল কর্মীকে নিয়ে আসা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে এখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
রবিবার রাতেও তৃণমূলের একটি মিছিল থেকে বোমা ছোঁড়া হয়, এই বোমার আঘাতে জখম নুর নাহার বেগম নামে এক স্থানীয় মহিলা। তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, সুকটাবাড়ি এলাকায়।

