তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এবার প্রকাশ্যে চলল গুলি গোসাবা থানার বেলতলী বাজার এলাকায়।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এবার প্রকাশ্যে চলল গুলি। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার গোসাবা থানার বেলতলী বাজার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের নেতা বরুণ ওরফে চিত্ত প্রামানিক দলের বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন।

অভিযোগ, সেই সময় আচমকাই তাঁর উপরে দলেরই নেতা পরিতোষ হালদারের অনুগামীরা হামলা করে। চলে গুলিও। পরিস্থিতি সামাল দিতে চিত্ত প্রামাণিকের ব্যক্তিগত দেহরক্ষীও শূন্যে গুলি চালান। এদিকে, গোলাগুলি শুরু হতেই দোকান বন্ধ করে কোনওরকমে প্রাণে বাঁচেন এলাকাবাসী। এই ঘটনায় বারুই পুর জেলা পুলিশ চারজনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =