নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: মঙ্গলবার ২৩,ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার খা পুকুর এলাকার ঘটনা ।
বছর ত্রিশের ইন্দ্রজিত মন্ডল আজকে হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূলের প্রকাশ্য জনসভা ছিল সেখানে যাওয়ার কথা ছিল টোটো গাড়ি ধরতে যাওয়ার সময় উল্টে যায় পাশে পুকুরে পড়ে যায় মারা যায়।
জ্যোতিষ মন্ডল একমাত্র ছেলে হারিয়ে অসহায় পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে | মা দশ বছর আগে মারা যায়, সক্রিয় তৃণমূল কর্মী ছিল ইন্দ্রজিৎ | পরিবার যাতে সাহায্য পায় সেই আবেদন করেছেন মৃত তৃণমূল কর্মির বাবা

