নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: শনিবার ৩০,নভেম্বর :: উল্লেখ্য ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে আগেই ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন প্রধানকে দল থেকে বহিষ্কার করেন।
এরপর প্রধান নুরি বেগম প্রধান পদ থেকে অপসারণ ও আইনি ব্যবস্থার দাবি তুলে ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করেন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্বরা। প্রায় ১৪ দিনের মাথায় অবশেষে জেলা সভাপতি অভাব অভিযোগের কথা শুনে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ধর্না তুলে নেন তৃণমূলের নেতৃত্বরা।
ধর্না মঞ্চ তুলে নেওয়ার পর প্রধানের অপসারণ ও আইনি পদক্ষেপের দাবি তুলে ইসলামপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের। প্রায় ২০০ বাইক নিয়ে মিছিল করে ইসলামপুর বিডিও অফিসে সামনে উপস্থিত হন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্বরা।