নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১০,ডিসেম্বর :: কাজের দাবিতে আমরণ অনশনে বসলো কাঁকসার বাঁশকোপা গ্রামের বেকার যুবকরা। এদিন কাঁকসার বাঁশকোপা এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের ঝান্ডা ও তৃণমূল সুপ্রিমোর প্ল্যাকার্ড পোস্টার নিয়ে আমরণ অনশনে বসে তারা ।
অনশনকারীরা জানান দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাকের কাজ থেকে বঞ্চিত করে রেখেছে।অনেক যুবক পূর্বে কাজ করলেও তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে।তাদের অভিযোগ কারখানার দূষিত জলে গ্রামের অধিকাংশ জমি নষ্ট হয়ে গেছে।সেখানে আর ফসল হয় না।কারখানার দুষনে গ্রামে টেকা যায় না।তার পরেও কাজের দাবি জানালে তাদের শুধু প্রতিশ্রুতি মেলে।
এদিকে কারখানা কর্তৃপক্ষ বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কারখানায় কাজ করাচ্ছে।আর বাংলার যুবকদের কাজের খোঁজে ভিন রাজ্যে যেতে হোচ্ছে।কাজ চাইলে কাজ পাওয়া যাচ্ছে না।দলের নেতাদের বলা হলেও তারাও দেখছি দেখছি বলে পার করে দিচ্ছে বলে অভিযোগ।তাই যতদিন না তারা কাজ পাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে। এর পর থেকে কারখানার গেটের সামনে পরিবার নিয়ে আমরণ অনশন শুরু হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।