নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শুক্রবার ২৫,এপ্রিল :: শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পানাগড় শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্লান্টে। এদিন সকাল থেকেই কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় বুদবুদের কোটা গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীর বিক্ষোভের জেরে বহু শ্রমিক কারখানার ভেতরে প্রবেশ করতে পারেনি।
স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগ রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার বটলিং প্লান্টে শ্রমিক নিয়োগ নিয়ে গ্রামের বহু বেকার যুবক কারখানায় ইন্টারভিউ দিয়েছে। কিন্তু তারপরেও তাদের কাজ মেলেনি।
ইন্টারভিউ তে পাশ করা যুবকরা কারখানায় কাজে যোগ দিতে গেলেও তাদের কাজে নেওয়া হওনি।সকাল থেকেই কাজের দাবি নিয়ে কারখানার সনে গেলে কাজ না মেলায় বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা।
গ্রামবাসীদের অভিযোগ বেকার যুবকদের কারখানায় ইন্টারভিউয়ের নামে ডাকা হলেও বারবার ইন্টারভিউ দেওয়ার পরেও তাদের কোনো কাজ মিলছে না। তাই যতক্ষণ না গ্রামের বেকার যুবকরা কাজ পাচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন।