নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: রবিবার ৩০,মার্চ :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার সন্দেশখালি এক নম্বর ব্লকের অন্তর্গত সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের অডিট রিপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয় সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে।
অভিযোগ সন্দেশখালীর বহিষ্কৃত জেলবন্দী তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামী তথা গ্রাম পঞ্চায়েতের প্রধান দিপালী দাস ও বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অডিট রিপোর্টে কারচুপি করে।
পঞ্চায়েতের আয় ব্যয় নিয়ে ভুল তথ্য দিয়ে রিপোর্ট তৈরি করে এমনকি বেশ কিছু উন্নয়নমূলক কাজ বাস্তবে না করে খাতা কলমে তৈরি করে ভুয়ো রিপোর্ট বানায় পঞ্চায়েতের প্রধান।
আর সেই রিপোর্টে অন্যান্য পঞ্চায়েত সদস্যদের সই করতে বলে প্রধান সহ বেশ কিছু তৃণমূলের পঞ্চায়েতের সদস্যরা। সেই রিপোর্টে প্রায় ১১ জন তৃণমূলের পঞ্চায়েতে সদস্যরা সই করতে চাইনি। তারা সই না করে যখন পঞ্চায়েত থেকে বেরিয়ে আসে তখনই প্রধান দিপালী দাস ও তার অনুগামীরা সই না করে চলে আসা পঞ্চায়েতে সদস্যদের ধরে মারধর করে।
ঘটনায় পাঁচজন পঞ্চায়েত সদস্য আহত হয়। এদের মধ্যে দুইজন বসিরহাট জেলা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।এই নিয়ে তীব্র চঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ন্যাজাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।