সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::বাসন্তী :: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তিত কুমারে তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ জন।আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে খবর তৃণমূলের দিলীপ হালদার এর অনুগামীদের সাথে স্থানীয় আমঝাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য লক্ষী সরকারের স্বামী গণেশ সরকারের অনুগামীদের মধ্যে ঝামেলা বাধে ।
পুরানো বিবাদ নিয়ে গতকাল রাতে।এই বিবাদ কে কেন্দ্র করে সংঘর্ষ হয় উভয় পক্ষের মধ্যে।একে অপরের উপর লাঠি রড নিয়ে চড়াও হয়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।বাসন্তী থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।