নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ০৭,মে :: তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ঘিরে কখনো উত্তেজনা, কখনো বচসা, আবার কোথাও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন তৃণমূল কর্মীরা। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। রবিবার এই নিয়ে সাংবাদিকেরা মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করলে তিনি সরাসরি বলেন, আমাদের বড়ো দল। লক্ষ লক্ষ কর্মী। একটু মতানৈক্য থাকতেই পারে।
দল এগিয়ে যাবে। সাংবাদিকেরা এদিন মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করেন, যত দিন এগিয়ে চলেছে দেখা যাচ্ছে নবজোয়ার প্রকল্প ঘিরে কোথাও ব্যালট পেপার ছিনতাই কোথাও ঝামেলা প্রতিদিনই বাড়ছে। এর উত্তরে অরূপ রায় বলেন, “এগুলো হতেই পারে। এটা কোনও ব্যাপারই নয়। আমাদের বড়ো দল। দলে লক্ষ লক্ষ কর্মী। একটু মতানৈক্য থাকতেই পারে। দল এগিয়ে যাবে। এবং আগামী দিনে দল অত্যন্ত ভালো ফল করবে।
” রাজ্যের ডিএ আন্দোলন ক্রমশ শক্তিশালী হচ্ছে এই নিয়ে প্রশ্ন করা হলে এদিন অরূপ রায় সরাসরি এর জবাব দিতে চাননি। অন্য এক উদাহরণ টেনে এর জবাব দেন। তবে শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন “নো ভোট টু মমতা” এটা নিয়ে অরূপ রায় বলেন, “কে কী বললো তাতে কিছু যায় আসে না।”