তৃণমূলের নবনির্বাচিত সভাপতি পুরনো সভাপতি দ্বন্দ্ব প্রকাশ্যে – ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে হাড়োয়ায় পার্টি অফিস ভাঙচুর মারধর জখম চারজন হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ২০,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ২ নম্বর ব্লকের নবনির্বাচিত ব্লক সভাপতি সিরাজুল ইসলাম নাম ঘোষণা হতেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ।

হাড়োয়া দু’নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি খালেক মোল্লা ও প্রাক্তন তৃণমূলের সভাপতি ফরিদ জমাদারের গোষ্ঠী রবিবার সন্ধ্যায় শালিপুর গ্রাম পঞ্চায়েতের পায়রা গাছা তৃণমূলের দলীয় কার্যালয় ছিল সেখানে আচমকা, তৃণমূলের অপরগোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তারা লাঠি বাঁশ নিয়ে হামলা চালায় পার্টি অফিস ভাঙচুর করে বেশ কয়েকজন আহত হয়েছে।

হাড়োয়া ব্রাহ্মণচকে এমএলএ কাপে গিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু, প্রকাশ্য সভায় হাড়োয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সিরাজুল ইসলামের নাম ঘোষণা করতেই তার অনুগামীরা পায়রা গাছা তৃণমূলের দলীয় কার্যালয় বাশ লাঠি নিয়ে হামলা চালায় মারধর করে খলিসাদী তৃণমূলের অঞ্চল সভাপতি রুহুল আমিন মোল্লা সহ   চারজন হাসপাতালে ভর্তি হয়।

এরা সবাই হাড়োয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ফরিদ জমাদারের গোষ্ঠী। এদের উপরেই হামলা চালিয়েছে নবনির্বাচিত সিরাজুল ইসলাম গোষ্ঠী। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে অভিযোগ অস্বীকার করেছে মিনাখা ব্লক তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল তিনি বলে এর সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই ।

একটা নেশাগ্রস্ত লোক পার্টি অফিসে গিয়ে এইসব করেছে নিজেরাই করে দলকে কালিমা লিপ্ত করতে অন্যদের দোষ দিচ্ছে সবাই তৃণমূলের সৈনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 5 =