তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেন্দু অধিকারীর নামে জয়ধ্বনী ! তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিতে ঘাসফুল শিবির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: মঙ্গলবার,০৬ ডিসেম্বর :: ঘটা করে চলছে দলের প্রতিষ্ঠা দিবস পালন। মঞ্চজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

অথচ সেই মঞ্চ থেকেই মাইক হাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে ‘জিন্দাবাদ’ স্লোগান দিলেন খোদ তৃণমূলের নবনিযুক্ত কো-অর্ডিনেটর! কাঁথির দেশপ্রাণ ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা।

এই ‘বিস্ফোরক’ ভিডিও (যার সত্যতা যাচাই করিনি আমরা) প্রকাশ্যে আসতেই পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। অস্বস্তি ঢাকতে সাফাই দিলেও, দলের অন্দরেই তরুণবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল কর্মীদের একাংশ।

ঠিক কী ঘটেছে? গত ২ জানুয়ারি উত্তর কাঁথি ও এগরা বিধানসভার কো-অর্ডিনেটর হিসেবে তরুণ জানার নাম ঘোষণা করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তার ঠিক পরেই দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপির বুথে তৃণমূলের ২৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন তিনি।

অভিযোগ, সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনী দেওয়ার মাঝেই আচমকা বলে ওঠেন— ‘জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ!’ এমন অপ্রত্যাশিত স্লোগান শুনে কার্যত থতমত খেয়ে যান উপস্থিত নেতা-কর্মীরা।

মুহূর্তে সম্বিৎ ফেরে তরুণের। পরিস্থিতি সামাল দিতে সতীর্থরা তাঁর ভুল ধরিয়ে দিলে তিনি বক্তব্য শুধরে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ওই বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =