তৃণমূলের প্রধানকে হেনস্তা ও মারধোর করার অভিযোগে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাতে রাস্তা অবরোধ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: রবিবার ৬,জুলাই :: গতকালের সকালে বাদুড়িয়ার শায়েস্তানগর ২ পঞ্চায়েতের গন্ধর্বপুর এলাকায় রাস্তা অবরোধ করে গ্রামের মানুষ । তাদের দাবি ছিল এলাকায় জল নিকাশি ব্যবস্থা বেহাল । এই কদিনের বৃষ্টিতে গ্রামে জল জমে গেছে। জল সরার জায়গা নেই ।

কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ ছিল যে- ওই গ্রামে ড্রেন তৈরির জন্য টাকা বরাদ্দ হয় । কিন্তু সেই বরাদ্দ টাকায় কোন কাজ হয়নি । তাই তারা রাস্তা অবরোধ । এরপর বিক্ষোভকারীদের সাথে কথা বলতে আসে প্রধান-প্রকাশ সরদার ।

কিন্তু তখনই প্রধানের উপর চড়াও হয় গ্রামের মানুষ । প্রধানকে হেনস্তা করে এমনকি হেনস্থা করে এমনকি প্রধানের গায়ে হাত দেয় ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে তৃণমূলের কর্মী সমর্থকরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে সামিল হয় । রাতের বিক্ষোভকারীদের দাবি ছিল- যারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রধানকে হেনস্থা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

কারণ ওই এলাকায় ড্রেন করার জন্য টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু ঠিকাদার যখন কাজ করতে যায় তখন এলাকার মানুষ অসহযোগিতা করে। যে কারণে ঠিকাদার সংস্থা পঞ্চায়েতকে চিঠি করে জানিয়ে দেয় যে তারা কাজ করতে পারছে না ।

এরপর পঞ্চায়েতের প্রধান গ্রামে গিয়ে বহুবার বোঝানোর চেষ্টা করে ড্রেনটি করার জন্য কিন্তু কেউ রাজি না হওয়ায় প্রধান বোর্ড মিটিংয়ে পাশ করিয়ে সেই ওয়ার্ক অর্ডার ক্যানসেল করিয়ে দেয় ।

এই ঘটনায় প্রধানের কোন দোষ নেই। ইচ্ছাকৃতভাবে প্রধান এবং পঞ্চায়েতকে বদনাম করার চেষ্টা হচ্ছে । তাই যারা বিক্ষোভের নামে প্রধানকে হেনস্থা করেছে । যারা পরিকল্পিতভাবে হেনস্থা করল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =