নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: স্কুলের ভিতরেই মুদিখানার দোকান,নিয়মিত হয় না জাতীয় সংগীত,ঝাট দেওয়ানো হয় বাচ্চাদের দিয়ে,শিক্ষকদের ঘিরে বিক্ষোভ অভিভাবকদের, বিরোধীদের চক্রান্ত বলে দাবি শিক্ষক তথা তৃণমূল নেতার,বন্ধ করে দেওয়া উচিত রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয় বিস্ফোরক বিজেপি,তুঙ্গে তরজা ।
বিদ্যালয়ে নিয়মিত সঠিক ভাবে হয় না ক্লাস। বিদ্যালয়ের ভেতরে ন্যায্য মূল্যের দোকান করেছেন শিক্ষকরা। ক্লাস না করিয়ে সেখানে বসানো হয় ছাত্রদের। ওই বিদ্যালয়ের এক শিক্ষক আবার তৃণমূলের ব্লক সভাপতি। তিনি স্কুলে নিয়মিত আসেন না বলে অভিযোগ অভিভাবকদের। এদিন শিক্ষকরা বিদ্যালয়ে আসতেই তাদের ঘিরে বিক্ষোভ অভিভাবকদের।
বিক্ষোভ চলাকালীন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে এই বিক্ষোভকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি ওই শিক্ষক তথা তৃণমূল নেতার।
ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত হলদিবাড়ি গ্রামের হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের শিক্ষক মানিক দাস। যিনি আবার হরিশ্চন্দ্রপুর ১(বি) ব্লক তৃণমূল সভাপতি। অভিভাবকদের অভিযোগ তিনি নিয়মিত স্কুল আসেন না। ওই প্রাথমিক বিদ্যালয়ের আরেক শিক্ষক হিমাংশু দাস এবং তার স্ত্রী পিংকি দাস আবার বিদ্যালয়ের ভেতরে দোকান খুলেছেন বলে অভিযোগ।অভিযোগ ঠিক ভাবে ক্লাস না নিয়ে স্কুলের বাচ্চাদের দোকানে বসানো হচ্ছে।
দিকে এই ঘটনায় শাসকদলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি নেতা কিষান কেডিয়া। তৃণমূল আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ তার। সমগ্র ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানোতোর।