নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৯,ডিসেম্বর :: বর্ধমান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ছিল সেই অফিসকে তৃণমূলেরই এক সক্রিয় কর্মী তিনি এক লটারিওয়ালাকে ভাড়া দিয়ে দিয়েছেন।
শনিবার রাতে ৭ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে এসেছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ,বিধায়ক খোকন দাস তার চোখে পড়তেই তিনি সঙ্গে সঙ্গে দোকানদারকে ডাকলেন ধমক দিয়ে বললেন অবিলম্বে লটারির বোর্ড খুলে নাও এটা পার্টি অফিস কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। পার্টি অফিস কি আর ভাড়া দেওয়া যায় ।
বিধায়ক খোকন দাস দিলেন ধমক তিনি বললেন এক ঘন্টার মধ্যে যেন এই লটারির বোর্ড খুলে নাও এবং এখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের পার্টি অফিস ছিল পার্টি অফিসই থাকবে। পার্টি অফিস তো পার্টি কর্মীদের জন্য সেখানে কি করে ভাড়া দিচ্ছে বুঝতে পারছি না।